শ্রীলঙ্কাকে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিল অস্ট্রেলিয়া

ক্যানবেরা টেস্টে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৫১৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ১৭ রান করেছে লঙ্কানরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১৫ রান করে ফলোঅনে পড়ে সফরকারীরা দলটি। কিন্তু তাদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে অসিরা।
ম্যাচের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। ১২৩ রানে তিন উইকেট হারানো দলটি প্রথম ইনিংসে আর মাত্র ৯২ রান তোলে। দ্বিতীয় দিনে বাউন্সারে আহত হওয়া ওপেনার করুণারত্নে এদিন আবার ব্যাটিং করতে নেমে দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে আউট হন। দলের মিডল অর্ডারের কেউই বড় রান করতে পারেনি। অসি পেসার মিচেল স্টার্ক ৫৪ রান খরচায় নেন পাঁচটি উইকেট।
৩১৯ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের ফলোঅন না করিয়ে চমক দেখায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে যায় তারা। তিন নম্বরে নেমে সাদা পোশাকে বেশ কিছুদিন ধরে অফ ফর্মে থাকা উসমান খাজা দ্রুতগতির এক সেঞ্চুরি করেন। তাঁর অপরাজিত ১০১ রানের পাশাপাশি ট্রাভিস হেড ৫৯ রানে করে নট আউট ছিলেন। ৪৭ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অসিরা। ম্যাচে তাদের লিড দাঁড়ায় ৫১৫ রান।
সিরিজের প্রথম টেস্ট হেরে ১-০ তে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার ম্যাচ ও সিরিজ বাঁচানোর জন্য প্রয়োজন আরো ৪৯৯ রান। অন্যদিকে আগামী দুদিনে ১০ উইকেট তুলে নিলেই লঙ্কানদের হোয়াইটওয়াশ করা নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।