ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার সাভারে বিকেএসপিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বিসিবি একাদশ। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির নেতৃত্বে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কাটিয়ে ফেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবালও খেলবেন এই ম্যাচে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়া তামিম খেলতে পারেননি সম্পূর্ণ এশিয়া কাপ। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও অনুশীলনে সাইড স্ট্রেইনের ইনজুরি আবারও কিছুদিন আটকে রাখে তামিমকে। তাই অনুশীলনের শতভাগ পূর্ণ করতেই ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলবেন তামিম। আসন্ন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি ছিলেন না জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্ট সিরিজে। এই বিরতির পর নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি।
আগামীকাল প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়ের পাশাপাশি আছেন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রাও। তবে আগামী ৯ ডিসেম্বর, রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে লক্ষ্যে রেখেই সব পরিকল্পনা সাজিয়েছেন নির্বাচকরা।
প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।