টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের হায়দরাবাদ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই বাড়তি উত্তেজনা। সেই বাড়তি আমেজের পর আরো দারুণ কিছু সংযোজন হচ্ছে আজকের সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে সাকিব আল হাসানের হায়দরাবাদ চেন্নাইকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, আফগানিস্তানের তরুণ স্পিনার রশিদ খান ও ভারতের নতুন সেনশেসন ভুবনেশ্বর কুমারের বদৌলতে বোলিংয়ে সেরা অবস্থানে আছে। ওভারপ্রতি ৭.৫৪ ইকোনমি রেটে তারা এগিয়ে আছে অন্য দলগুলো থেকে।
অবশ্য সানরাইজার্স বোলারদের এমন পারফরম্যান্স ভীত নয় চেন্নাই। তারাও কম যায় না। চার ম্যাচের তিনটিতেই জয় নিশ্চিত করেছে তাঁরা। ৯.৬৮ রানরেট নিয়ে তারা সাকিবদের দলকে টেক্কা দিচ্ছে সমানে সমানে। অবশ্য এর আগের ম্যাচেই সেরা স্ট্রাইকরেটের জন্য বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান পুরস্কার পেয়েছেন। ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করে টাটা নিক্সন সুপার 'স্ট্রাইকার অব দ্য ম্যাচ' পুরস্কার জেতেন টাইগার এ তারকা।
চেন্নাইয়ের মতো চার ম্যাচের তিনটিতে জিতে সাকিবরাও যোগ করেছেন ৬ পয়েন্ট। তবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এগিয়ে আছে রানরেটে। কলকাতা ম্যাচের মতো ব্যাটে-বলে জ্বলে উঠলে আজ চেন্নাইয়ের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে সাকিবের সামনে।