‘ব্যাটসম্যানরা সাফল্য পায়নি’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলিং এবং ফিল্ডিংয়ে যথেষ্টই ভালো করেছে বাংলাদেশ। তবে সে অনুযায়ী ব্যাটিংয়ে ভালো করতে পারেনি মাশরাফি-সকিবরা। তাই ঘরের মাঠে হার দিয়েই সিরিজ শুরু হয়েছে তাদের। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার এটিকে ব্যাটসম্যানদের ব্যর্থতা বলতে রাজি নন। তাঁর মতে, ব্যাটসম্যানরা ‘সাকসেস’ হতে পারেনি সত্য, তাই বলে তাদের ব্যর্থ বলা যাবে না।
গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫২ রানে। মূলত ব্যাটিংয়ে ব্যর্থতার কারণেই এই হার। সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, ‘প্রথম টি-টোয়েন্টিতে বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা যতোটা ভালো করেছি সে অনুযায়ী ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। এটিকে ব্যর্থতা বলা যাবে না। আসলে ব্যাটিংয়ে আমরা সাকসেস হতে পারিনি।’
মূলত পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি বলেই বাংলাদেশ সাফল্য পায়নি বলে মনে করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান, ‘একটা পরিকল্পনা নিয়ে আমরা ব্যাটিংয়ে নেমেছিলাম, কিন্তু সাকসেস হতে পারিনি বলেই জিততে পারিনি। আমাদের মূল লক্ষ্য ছিল প্রথম ৬ ওভারের মধ্যে দলের রানকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ায় যে চাপের মুখে পড়ে যাই আমরা, শেষ পর্যন্ত তা আর কাটিয়ে উঠতে পারিনি।’
এই সব ভুল-ত্রুটি শুধরাতে পারলে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস এই বাঁ-হাতি ব্যাটসম্যানের, ‘প্রথম ম্যাচে যে সব ভুল-ত্রুটি ছিল এইগুলো শুধরাতে পারলে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আবার নিজেদের চেনা রুপে ফিরতে পারব। দলের সব খেলোয়াড় প্রস্তুত নিজেদের মেলে ধরতে।’