ওভালে স্টোকসকে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি!
২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে বেশ উত্তাপ ছড়িয়েছিলেন বেন স্টোকস। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিন্দা কুঁড়িয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছ থেকে। এবার নিজের দেশেও দুয়োধ্বনি শুনতে হচ্ছে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে।
বেশ কিছু দিন ধরেই দারুণ ফর্মে থাকা স্টোকস ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি মিশনের অন্যতম প্রধান খেলোয়াড়। মাঠে স্লেজিংয়ের ক্ষেত্রেও অনেকের চেয়ে এগিয়ে আছেন ডানহাতি এই ক্রিকেটার। আজ বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও তামিম ইকবালের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন স্টোকস। তারপর বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে শুনেছেন দুয়োধ্বনি। ওভালে খেলা দেখতে আসা বাংলাদেশ সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ চিৎকারে ডেকেছেন স্টোকসকে।
বাংলাদেশের ইনিংসের ৩২তম ওভারে স্টোকসের বলে থার্ডম্যান দিয়ে একটি চার মেরেছিলেন তামিম ইকবাল। চার খাওয়ার পরে তামিমের উদ্দেশে কিছু একটা বলছিলেন স্টোকস। তামিমও দিয়েছেন পাল্টা জবাব। পরে আম্পায়ার এসে থামিয়েছেন দুজনকে। সেই ওভার শেষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাংলাদেশ সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন স্টোকস।
২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেও তামিমের সঙ্গে ঝগড়া বাধিয়েছিলেন স্টোকস। ওয়ানডে সিরিজের একটি ম্যাচে বাংলাদেশের জয়ের পর একে অপরের সঙ্গে হাত মেলানোর সময় তামিমকে ধাক্কা দিয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। সেসময়ও ক্রিকেট বিশ্বে বেশ উত্তাপ ছড়িয়েছিল এই ঘটনা। দুজন বেশ কিছুক্ষণ তর্কও চালিয়েছিলেন। পরে সাকিব আল হাসানের হস্তক্ষেপে শান্ত হয়েছিল পরিস্থিতি।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো নৈপুণ্য দেখাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দারুণ অর্ধশতকের ইনিংসে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বড় সংগ্রহের পথে।