হঠাৎ জ্বলে উঠলেন লিটন দাস, করলেন ডাবল সেঞ্চুরি

বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি, ২০১৫ সালের আগস্টে টেস্ট এবং নভেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ফর্মখরার কারণে জাতীয় দলে আর ফেরা হচ্ছিল না তাঁর। ঘরোয়া প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজ আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণভাবেই জ্বলে উঠেছেন এই তরুণ ব্যাটসম্যান। পূর্বাঞ্চালের হয়ে উদ্বোধনীতে খেলতে নেমে করে ফেললেন অসাধারণ একটি ডাবল সেঞ্চুরি।
রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে অসাধারণ ডাবল সেঞ্চুরিটি করেন লিটস দাস। ৩৫০ মিনিট পিচে থেকে ২৪১ বল খেলে ২১৯ রানের ইনিংসটি খেলেন তিনি। তাঁর চমৎকার এই ইনিংসের ওপর ভর করে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে করে ৩৬৭ রান।
এর আগে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ২২৪ রান। তাই পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায়। যাতে বড় অবদান ছিল লিটন দাসের।
আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরের দল ঘোষণা না হলেও চমৎকার এই ইনিংসটি খেলার সুবাদে নির্বাচকদের কিছুটা দৃষ্টি কেড়েছেন লিটন। তাই ভারত সফরের দলে ডাক পেতেও পারেন তিনি।