টি-টেন লিগ
সাকিবের পর আরও চার বাংলাদেশি

টি-টেন লিগে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসানকে আগেই নিয়েছিল বাংলা টাইগার্স। সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে এবার আরও চার বাংলাদেশি ক্রিকেটার খেলছেন।
বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে আছেন নিয়েছে নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। আবুধাবিতে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে দলে নিয়েছে ডেকান গ্লাডিয়েটর্স।
ড্রাফটে নাম লিখিয়েছিলেন মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও আফিফ হোসেন। তবে বাংলাদেশি এই তিন তারকা দল পাননি।
অবশ্য গত আসরে খেলেছিলেন ছয় বাংলাদেশি। সাকিব ২০১৭ সালের প্রথম আসরে কেরালা কিংসের হয়ে খেলেছিলেন। সেবার তারা শিরোপা জিতেছিল।
টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
আসরটি শুরু হবে ২৩ নভেম্বর। শেষ হবে ৪ ডিসেম্বর।