সব ফরম্যাটের জন্য তৈরি হচ্ছেন মেহেদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন মেহেদি হাসান রানা। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ শুরু করেন। বলা চলে সম্ভাবনাময় এক তরুণকে পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। করোনার প্রকোপে মেহেদির কার্যক্রম এতদিন থেমে থাকলেও বর্তমানে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। ক্রিকেটের সব ফরম্যাটের জন্য তৈরি হচ্ছেন তরুণ এই বোলার।
নভেল করোনাভাইরাসজনিত বিরতি শেষে সবার আগে মাঠে ফেরা ক্রিকেটারদের তালিকায় আছেন মেহেদি। ঈদের আগ থেকেই শেরেবাংলায় নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনি। ফিটনেসের পাশাপাশি বোলিং নিয়ে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তাঁকে।
এখনো দেশের জার্সিতে সুযোগ না পাওয়া মেহেদি নিজেকে সব বলের জন্য তৈরি রেখেছেন। অপেক্ষায় আছেন কখন সুযোগ পাবেন জাতীয় দলে। সুযোগ পেলে যেকোনো বলেই নিজেকে প্রমাণ করতে মরিয়া এই পেসার।
গতকাল বুধবার অনুশীলনের ফাঁকে মেহেদি বলেন, ‘বিপিএলের পরে অনেক বড় একটা বিরতি ছিল। বিরতির পরে আবার কামব্যাক করে ফিটনেস ফিরে পেতে ও বোলিং নিয়ে কাজ করছি। সাদা বলেও করছি, লাল বলেও করছি। যেখানে যেভাবে করার প্রয়োজন, সেভাবে করছি। লাল বলে যা যা করা দরকার, ওভাবে করছি। সাদা বলে বৈচিত্র্য, সুইং নিয়ে কাজ করছি। সবকিছু ভালো হচ্ছে।’
এরপর মেহেদি বলেন, ‘আসলে আমি কাজ করে চলেছি, সাদা বল বা লাল বল ফ্যাক্ট নয়। যেখানেই সুযোগ পাই, সাদা বল বা লাল, দুই জায়গাতেই একইভাবে কাজ করে যেতে চাই। যদি এখানে সুযোগ না হয়, সামনে যেকোনো খেলা, প্রথম শ্রেণি বা অন্য যা কিছু বিসিবি আয়োজন করে, সে জন্য নিজেকে প্রস্তুত রাখছি।’