যে কারণে বাদ পড়লেন সাব্বির

জাতীয় দল থেকে বাদ পড়েছেন আগেই। ফেরার লড়াইয়ে বিপিএলকে বেছে নিয়েছিলেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। কিন্তু কুমিল্লার হয়ে নয়টি ম্যাচ খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না তিনি। যে কারণে আজ কুমিল্লার একাদশ থেকেও ছিটকে পড়েন।
ক্রিকেটে পা রাখার কদিনের মধ্যেই টি-টোয়েন্টি স্পেশালিস্টের তকমা পেয়েছিলেন সাব্বির। সেই সাব্বির এখন ব্যর্থতার সাগরে ভাসছেন। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। বিপিএলেও জ্বলে উঠতে পারলেন না এই হার্ডহিটার ব্যাটসম্যান।
বিপিএলে কুমিল্লার হয়ে প্রথম নয় ম্যাচে সুযোগ পেয়েছেন সাব্বির। একটিতেও নেই হাফসেঞ্চুরি। শুধু তাই নয়, ২০-এর ঘরও পার করতে পারেননি। বাকি দুটির একটিতে করেছেন ২৫ অন্যটিতে ৪৯। ৯ ম্যাচে ১৫.৭৭ গড়ে তাঁর মোট রান ১৪২। এমন বাজে পারফরম্যান্সের পর নির্বাচকরা তাঁকে বাদ দিতে বাধ্য হলেন। যেমনটা জানালেন, কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
সাব্বিরকে ছাড়া কুমিল্লা আজ সিলেটের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে। ম্যাচ শেষে অধিনায়ক মালান সাব্বিরের বাদ পড়া প্রসঙ্গে বলেন, ‘আমি আজ সকালে কোচের (গিবসন) সঙ্গে কথা বলছিলাম, তিনি সাব্বিরকে খুব একটা আস্থায় নিতে পারছেন না। তাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
সাব্বিরের বাদ পড়ার কারণ জানানোর পাশাপাশি তাঁকে নিয়ে প্রশংসাও করলেন অধিনায়ক। মালান বিশ্বাস করেন খারাপ সময় কাটিয়ে ফিরবেন, ‘একজন ভালো খেলোয়াড়কে ছাড়তে হলে অনেক আলোচনাই করতে হয়। আমি এর আগেও ওর সঙ্গে এই টুর্নামেন্টে খেলেছি, আমি মনে করি সাব্বির তাঁর দিনে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এবারের টুর্নামেন্ট সে ভালো খেলতে পারছে না। তবে আমি আশা করি, খারাপ সময় কাটিয়ে ফিরবেন। তিনি একেবারেই খারাপ খেলছেন তা নয়, নিজের ইনিংসগুলো বড় করতে পারছেন না। যেটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে।’