যুক্তরাষ্ট্রে বসতে পারে কোপা আমেরিকা কাপ

আর্জেন্টিনায় আয়োজন করার কথা ছিল এবারের কোপা আমেরিকা কাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়া থেকে সরিয়ে মেসিদের দেশে এই টুর্নামেন্ট আয়োজনের কথা হয়েছিল। কিন্তু আর্জেন্টিনায় বর্তমান পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই আসরটি যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হতে পারে।
গোল ডটকমের খবরে জানা গেছে, গত বছরই কলম্বিয়া ও আর্জেন্টিনায় যুগ্মভাবে আয়োজন করার কথা আসরটি। তবে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি। দীর্ঘ এক বছর পর আবার জটিলতায় টুর্নামেন্টটি।
করোনার কারণে মেসির দেশে সব ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। তাই ১৩ জুন থেকে কোপা আয়োজন এক রকম অসম্ভব।
চিলি, ভেনেজুয়েলাসহ একাধিক দেশ এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছে। অবশ্য কলম্বিয়ার ব্লু রেডিওর খবরে জানা গেছে, কোপা আমেরিকা কাপ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি। ২০১৬ সালেও আসরটি যুক্তরাষ্ট্রে বসেছিল।
সেবার আর্জেন্টিনাকে হারিয়ে চিলি জিতেছিল শিরোপা। প্রায় একই সময়ে কনকাকাফ গোল্ড কাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে।
অন্যদিকে লিওনেল মেসি সপরিবারে স্পেন ছেড়ে আর্জেন্টিনার পথে রওনা দিয়েছেন। মেসিকে বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরে দেখা গেছে বলে স্পেনের সংবাদমাধ্যমে খবর।