মোহামেডানের সভাপতি হতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন

ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচন আগামী ৬ মার্চ। অবশ্য নির্বাচনের আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব.) হতে যাচ্ছেন মোহামেডানের নতুন সভাপতি।
মোহামেডানের সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন তিনজন প্রার্থী। আব্দুল মুবীন ছাড়া বাকি দুজন হলেন— ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ দিনে এসে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল আব্দুল মুবীন। তাই সবকিছু ঠিক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।
প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবীর কাওসার এনটিভি অনলাইনকে বলেন, ‘সভাপতি পদের জন্য তিনজন মনোনয়ণপত্র কিনেছেন। কিন্তু একজন জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ হলে আব্দুল মুবীন সভাপতি নির্বাচিত হবেন। এ ছাড়া বাকিদের মনোনয়নপত্রও ঠিকঠাক আছে।’
এদিকে সভাপতি পদের পাশাপাশি পরিচালক পদেও মনোনয়নপত্র নিয়েছিলেন কাজী ফিরোজ রশিদ। মোহামেডানে গিয়ে তাঁর প্রতিনিধি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৬টি পরিচালক পদে মোট ৫১জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তবে জমা দিয়েছেন ২০ জন। যাঁদের মধ্যে আছেন প্রকৌশলী কবীর আহমেদ ভুঁইয়া, কাজী ফিরোজ রশীদ, হানিফ ভুঁইয়া, মোস্তাকুর রহমান, মাহবুব আনাম, গোলাম মো: আলমগীর, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, সিদ্দিকুর রহমান, দাতো ইকরামুল হক, জামাল রানা, মাসুদুজ্জামান, মোস্তফা কামাল, মিসেস খুজিস্তানুর ই নাহরিন, মইন উদ্দিন হাসান রশিদ, আবু হাসান চৌধুরী প্রিন্স, মঞ্জুর আলম, সাজেদ এএ আদেল, কামরুন নাহার ডানা ও এজিএম সাব্বির।