বোলারদের সুবিধায় নতুন প্রস্তাব

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের রাজত্ব। ক্রিকেটের এই ভার্সনকে আরো জমিয়ে তুলতে বোলারদের সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তাই বোলারদের সুবিধায় নতুন একটি প্রস্তাব দিয়েছেন তিনি।
শেন ওয়ার্নের মতে, টি-টোয়েন্টিতে বোলারদের জন্য সর্বোচ্চ পাঁচ ওভার বল করার নিয়ম চালু করা উচিত। এতে ব্যাটসম্যানদের সঙ্গে বোলারদের লড়াইটা ভালো হবে।
ইংল্যান্ডের মাটিতে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। দুই দলের পারফরম্যান্স দেখে ওয়ার্ন মনে করছেন, ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে বোলারদের সুবিধা আরো বাড়ানো উচিত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘বেশির ভাগ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানরাই দাপট দেখায়। তাই বোলারদের সুবিধা বাড়ানো প্রয়োজন। এখন একজন বোলার সর্বোচ্চ চার ওভার বোল করতে পারে। তবে বোলারদের সুবিধায় সর্বোচ্চ পাঁচ ওভার বল করার নিয়ম করা যেতে পারে। আমি মনে করি, এতে ব্যাট-বলের লড়াইটা আরো জমবে। আপনি নিশ্চয়ই দলের সেরা বোলারকে বেশি ব্যবহার করতে চাইবেন। তাতে ব্যাটসম্যানরা একচেটিয়াভাবে খেলতে পারবে না। পাঁচ ওভার করে বল করতে পারলে বোলাররাও সুবিধা পাবে।’
ওয়ার্ন আরো বলেন, ‘প্রত্যক দলই একাদশে চারজন সেরা মানের বোলার রাখে। স্বাভাবিকভাবে যেকোনো দল চাইবে সেরা বোলারদের আরো এক ওভার করে বেশি করাতে। তাই আমি মনে করি, একজন বোলারের সর্বোচ্চ কোটা পাঁচ ওভার হওয়া উচিত। সেরা বোলাররা বল করলে ম্যাচটা আরো আকর্ষণীয় হবে। ব্যাটসম্যানরা তখন নতুনভাবে নিজেদের নিয়ে ভাববে। দর্শকরা ম্যাচ দেখে আরো আনন্দ পাবে।’