বাগেরহাটের মানুষের জন্য থার্মাল স্ক্যানার দিলেন রুবেল

করোনা মোকাবিলা এগিয়ে আসছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। দুর্যোগ মোকাবিলায় নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখছেন অনেকেই।
কিছুদিন আগে খাদ্য সহায়তা দিয়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ দলের তারকা পেসার রুবেল হোসেন। এবার নিজের জেলা বাগেরহাটের মানুষের স্বাস্থ্য রক্ষায় এগিয়ে এলেন তিনি। বাগেরহাটের মানুষদের জন্য ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
গতকাল বুধবার রুবেলের দেওয়া থার্মাল স্ক্যানার বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুল রশীদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে সময় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাগেরহাটের সংসদ সদস্য শেখ তন্ময় ভাই একটি উদ্যোগ নিয়েছেন, যে ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার। তা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ওনার এই ভাবনা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। ওনার সঙ্গে আলোচনা করে কিছু ভালো পরামর্শ পেয়েছি। আমি বাগেরহাটের সন্তান। আমার দায়িত্ব থেকে এবং মানবতার বিষয়টি বিবেচনা করে আমি একটি সিদ্ধান্তটি নিয়েছি। আজ করোনাভাইরাস শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্ব তা নিয়ে চিন্তিত। লাখ লাখ মানুষের জীবন যাচ্ছে। কিন্তু কিছু সাবধানতা পারে আমাদের এই জীবনটাকে নিরাপদ রাখতে। আমরাই পারি আমাদের বাঁচাতে। তারই অংশ হিসেবে শরীরের তাপমাত্রা কতটুকু আছে সে লক্ষণ নির্ধারণ করার জন্য আমার মাথায় আসল বিষয়টি। এতদিন তো খাবার দিলাম, এবার ইনফ্রারেড থার্মল স্কানার দিয়ে একটু সহযোগিতা করি। এতে করে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায়। আমরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা ভয়াবহ এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারব।’
এর আগে বগুড়ার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন মুশফিকুর রহিম। এ ছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা দুস্থদের আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছেন।