বাংলাদেশ ইমার্জিং দলের দারুণ জয়

ইনিংসের শেষদিকে শামীম হোসেনের ৩৯ বলে অপরাজিত ৫৩ রানের ওপর ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে চার উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল। তাই পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের রুহান প্রিটোরিয়াসের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় ৩০ ওভার পরই ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
দ্বিতীয় ম্যাচের আগে দুদলের সবার রিপোর্ট নেগেটিভ আসে। ফলে প্রিটোরিয়াসকে নিয়েই একাদশ সাজায় আয়ারল্যান্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে ইনিংস শুরু করেন জেমস ম্যাককোলাম ও প্রিটোরিয়াস। ম্যাককোলাম ৪১ রানে থামলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নেন প্রিটোরিয়াস। ব্যক্তিগত ৯০ রানে থাসেন তিনি। ১২৫ বলে নয়টি চার ও একটি ছক্কা মার ছিল তাঁর ইনিংসে।
মিডল অর্ডারে স্টিফেন ডোনি ৩৭, অধিনায়ক হ্যারি টেক্টর ৩১, শেন গেটকাটে ২৯ ও গ্যারেথ ডিলানি ১৮ রান করেন। তাই ২৬৩ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের সুমন খান ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।
২৬৪ রানের জবাবে ভালো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার অধিনায়ক সাইফ হাসান ও তানজীদ হাসান। তবে দলীয় ৪৪ রানে আউট হন তানজীদ। ১৭ রান করেন তিনি। পরবর্তীতে ৩৬ রানে ফিরেন সাইফ।
তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী। ইয়াসির ৩১ রানে থামলেও, হাফ-সেঞ্চুরি করেন জয়। ৯৫ বলে পাঁচটি চার ৬৬ রান করেন তিনি।
৩১ রান করেছেন তৌহিদ হৃদয়ও। শেষ চার ওভারে ৪১ রানের প্রয়োজন পড়ে স্বাগতিকদের। তখন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে ছিলেন শামীম। ২৪ বলে ২৩ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি।
শেষদিকে ঝড়ো গতিতে রান তুলে শেষ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম। ৩৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ম্যাচ জয়ী ইনিংসটি সাজান তিনি। ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন সুমন খান।
আগামী ৯ মার্চ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ‘এ’ দল : ২৬৩/৭, ৫০ ওভার (প্রিটোরিয়াস ৯০, ম্যাককোলাম ৪১, রাকিবুল ২/৩৯)।
বাংলাদেশ ইমার্জিং দল : ২৬৪/৬, ৪৯.৪ ওভার (মাহমুদুল হাসান জয় ৬৬, শামীম হোসেন ৫৩*, হোয়াইট ২/৪৫)।
ফল : বাংলাদেশ ইমার্জিং দল চার উইকেটে জয়ী।