প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে থাকবেন সারাজীবন : সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে আজ শুক্রবার শেষবারের মতো মাঠে দেখা যাবে ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত পেসার মাশরাফি বিন মুর্তজাকে। দুই নম্বর জার্সি পরে দলকে নেতৃত্ব দিতে আর দেখা যাবে না এই ক্রিকেটারকে। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নামার আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি।
সিলেটে ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে এসে গতকাল বৃহস্পতিবার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় তাঁর সতীর্থরা জানিয়েছেন নিজেদের অনুভূতি। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক আবেগঘন পোস্টে মাশরাফির সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাকিবের পোস্টটি এনটিভি অনলাইনের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
“সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।”
চলতি সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ইঙ্গিত দিয়েছিলেন যে জিম্বাবুয়ে সিরিজের পরে বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব হারাতে পারেন।
তবে নেতৃত্ব ছাড়লেও এখনই অবসর যাচ্ছেন না ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’। জাতীয় দলের হয়ে আরো খেলতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তাঁর নেতৃত্বেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল (প্রথম নকআউট পর্বে খেলা) এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
শেষ ম্যাচে নেতৃত্ব দেওয়ার আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মাশরাফি। তাঁর নেতৃত্বে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলেই ম্যাশের নেতৃত্বে ৫০টি ম্যাচ জয়ের মাইলফলক পূর্ণ হবে।
এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।