পিএসজির সতীর্থদের মিস করছেন নেইমার

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে খেলা নেই। লকডাউনে ক্লাব ছেড়ে আপাতত নিজেদের বাড়িতেই সময় কাটাতে হচ্ছে খেলোয়াড়দের। নেইমারও প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে বর্তমানে নিজ দেশ ব্রাজিলে আছেন। বাড়িতে থাকলেও তাঁর মন পড়ে আছে ফরাসি ক্লাবটিতে। সতীর্থদের মিস করছেন ব্রাজিলীয় তারকা।
বাড়িতে অবশ্য রুটিন মেনেই চলছেন নেইমার। প্রতিদিনই নিজের অনুশীলনের নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাড়িতে দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে কাজ করে যাচ্ছেন তিনি।
কিন্তু এত কিছুর মধ্যেও ক্লাব ও ফুটবলকেই মিস করছেন নেইমার। কবে যে খেলা মাঠে ফিরবে, সেটা ভেবেও উদ্বিগ্ন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
দ্রুত মাঠে ফেরার আশায় নেইমার বলেন, ‘কবে আবার আমরা খেলতে পারব, তা জানতে না পারাই উদ্বেগের কারণ। মাঠের লড়াই, ক্লাবের আবহ, পিএসজির সতীর্থ, মাঠে প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মিস করছি। আমি নিশ্চিত, সমর্থকরাও যত দ্রুত সম্ভব সবাইকে মাঠে দেখতে চায়। যত দ্রুত ফেরা যায়, ততই ভালো। আশা করি, দ্রুত খেলায় ফিরতে পারব।'
সারা বিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছে এক লাখ ৯১ হাজারের বেশি মানুষ। মৃত্যুর মিছিলে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় আছে ফ্রান্সও। দেশটিতে প্রায় ২২ হাজারের কাছাকাছি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন, আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। নেইমারের দেশ ব্রাজিলেও প্রায় ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত।