পিএসএল দিয়ে আইপিএলকে চ্যালেঞ্জ করবেন রমিজ
ফ্র্যাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বী। তারকা খেলোয়াড়দের ভিড় আর অর্থের ঝনঝনানিতে আইপিএলের ধারে কাছেও নেই অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। এবার সেই আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে চায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিজেদের ঘরোয়া লিগটির জৌলুস বাড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা দেখতে চান, খেলোয়াড়রা কীভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যান।
পিএসএলের জনপ্রিয়তা বাড়াতে মূলত আইপিএলের মতো নিলামপ্রক্রিয়া শুরু করতে চান রমিজ রাজা। ফলে তারকা ক্রিকেটারদের চড়া দাম দিয়ে নিজেদের লিগে টানতে পারবে পাকিস্তানের লিগটি। আগামী আসর থেকেই এই নিলামপ্রক্রিয়া শুরু করতে চান রমিজ।
এ ব্যাপারে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ বলেছেন, ‘আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের নতুন সম্পত্তি সৃষ্টি করতে হবে। এই মুহূর্তে পিএসএল আর আইসিসির তহবিল ছাড়া আমাদের তেমন কিছুই নেই। আমি পিএসএলের আগামী মৌসুম থেকে নিলামপ্রক্রিয়া শুরু করতে চাইছি। ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বসে এ নিয়ে আলোচনা করতে হবে।’
পিসিবির চেয়ারম্যান আইপিএলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আসলে এটা দিনশেষে টাকার খেলা। দেশে ক্রিকেটের অর্থনীতি উন্নত হলে আমাদের সম্মানও বাড়বে। এই অর্থনীতি উন্নত করার প্রধান হাতিয়ার হলো পিএসএল। আমরা যদি পিএসএলে নিলামপ্রক্রিয়া চালু করি, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশি খরচ করার ক্ষমতা দিই, তাহলে আমরা অনায়াসে পিএসএলকে আইপিএলের কাতারে নিয়ে আসতে পারি। তারপর দেখব, পিএসএলকে উপেক্ষা করে কে আইপিএলে খেলতে যায়।’
এ ছাড়া আগামী মৌসুম থেকে আরো ভেন্যু বাড়াবেন রমিজ রাজা। তিনি বলেন, ‘আমরা চাই, আগামী মৌসুম থেকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সব ভেন্যুতে পিএসএল আয়োজিত হবে। টিকিট বিক্রি বাবদ আরও অনেক টাকা আসবে। আমরা পিএসএলের পুরো ধারণাকেই বদলে দিতে চাই।’