'ধোনিকে অবসরের জন্য চাপ দেবেন না'

গত বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। এর পরই প্রশ্ন ওঠে তাঁর অবসর নিয়ে। যদিও কোনো সমালোচনাই কানে তুলছেন না তিনি। অবশ্য বিশ্বকাপের পর থেকে অনেকটাই আড়ালে এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে সমালোচনার মাত্রা মোটেও কমছে না।
ভারতের অন্যতম সফল অধিনায়কের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। তাঁর মতে এখনো ভারতকে অনেক কিছু দেওয়ার আছে ধোনির। অবসর নিয়ে ধোনিকে চাপ দিতে না করছেন সাবেক ইংলিশ তারকা।
ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ধোনির জায়গা পাওয়া নির্ভর করছে আইপিএলের পারফরম্যান্সের ওপর। অবশ্য করোনার কারণে আইপিএল স্থগিত। তাই ধোনি দলে ফিরতে পারবেন কি না, তা অনিশ্চিত।
এ সম্পর্কে নাসের হুসেইন বলেন, ‘ধোনি কি এখনো ভারতীয় দলে জায়গা পাওয়ার মতো যথেষ্ট ভালো নয়? ব্যাপারটি খুবই সাধারণ। ধোনিকে যতটা দেখেছি, আমি এখনো মনে করি, ভারতীয় ক্রিকেটকে দেওয়ার অনেক কিছুই আছে তাঁর।’
ধোনিকে অবসরে পাঠালে ক্ষতিটা ভারতেরই হবে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘হ্যাঁ, দু-একবার রান তাড়ায় ধোনির কিছুটা সমস্যা হয়েছে বটে। বিশেষ করে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ দিকে কোনো অজানা কারণে সে অনেকটাই থমকে গিয়েছিল। কিন্তু ধোনির এখনো সামর্থ্য আছে। একবার চলে গেলে কিন্তু তাঁকে আর পাওয়া যাবে না। কিছু কিংবদন্তি আছেন, যাদের দুনিয়াজুড়ে সম্মান করা হয়। কারণ এক প্রজন্মে এমন ক্রিকেটার একজনই আসেন। এত দ্রুত তাঁকে অবসরের জন্য চাপ দেবেন না। '