দুবাইয়ের গরমে ভালো করার মন্ত্র জানেন কামিন্স

ইংল্যান্ড সফর শেষেই আইপিএলে যোগ দেবেন অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র তিনি। বর্তমানে দলের সঙ্গে না থাকলেও গতকাল শনিবার ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএল নিয়ে নিজের পরিকল্পনা জানান এই অসি পেসার।
ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর দুই মাসের আইপিএল সফর। সব মিলিয়ে লম্বা সময় ক্রিকেটে থাকার চ্যালেঞ্জটা কেমন হবে? জবাবে কামিন্স বলেন, ‘গত দুবছর আমি লাল বলের ক্রিকেটই বেশি খেলেছি। এ বছর টানা সাদা বলের ক্রিকেট আছে। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমি তৈরি।’
ইংল্যান্ডের হালকা স্যাঁতসেঁতে পরিবেশ থেকে গিয়ে পড়তে হবে সংযুক্ত আরব আমিরাতের মরুর শহরে। অতিরিক্ত গরমের দেশে পিচ মন্থর বলেই ধরে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কামিন্স বলেন, ‘সাদা বলের ক্রিকেটের জন্য অন্যভাবে নিজেকে তৈরি করতে হয়। আমিও সেভাবে তৈরি হচ্ছি। মন্থর উইকেটের জন্য বোলিংয়ে বৈচিত্র্য প্রয়োজন। ইয়র্কার, স্লো ডেলিভারি এগুলো খুব কাজে লাগে। আমিও এগুলোই কাজে লাগাতে চাই। সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা আছে আমার। ওখানকার গরমটা রীতিমতো দুঃস্বপ্ন। তবে দেখা যাক, এবার কী অবস্থা দাঁড়ায়। একবার ওখানে গিয়ে পৌঁছলে বুঝতে পারব।’
এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স। সাড়ে ১৫ কোটি রুপিতে তাঁকে কিনেছে কলকাতা। আইপিএলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই অসি তারকাও। সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, ‘প্রস্তুত থাকো সবাই। দারুণ একটা উত্তেজনাময় সময় আসছে। সত্যি কথা বলতে কি, কয়েক দিন আগেও ভাবিনি এবারের আইপিএল আদৌ হবে। আইপিএলে খেলার জন্য আমি মুখিয়ে আছি। কলকাতার সঙ্গে আমি দারুণ সময় কাটিয়েছি। নাইটদের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে আমার ভালো সম্পর্ক।’
কামিন্স আরো বলেন, ‘যখন সই করেছি, তখনই জানি আইপিএল কত দীর্ঘ একটা প্রতিযোগিতা। আর আমরা লম্বা সফরে অভ্যস্ত। তবে হ্যাঁ, এবার অবশ্যই পরিস্থিতিটা অন্য রকম। নিরাপত্তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি তো ইংল্যান্ডে দেখছি, কীভাবে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং বাকিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সামান্য কোনো খুঁত চোখে পড়েনি। আমি নিশ্চিত, আইপিএলেও জৈব সুরক্ষাবলয় নিয়ে উদ্বেগের কিছু থাকবে না।’