দাপুটে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
ছোট লক্ষ্য দিয়েও সহজে জিতেছে অস্ট্রেলিয়া। অসিদের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে থেমে যায় লঙ্কানরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অতিথিরা।
এরপর আরেক ওপেনার বেন ম্যাকডারমট নেন অসিদের দায়িত্ব। জশ ইংলিশকে নিয়ে তিনি গড়েন ৫০ রানের জুটি। দলীয় ৮০ রানে বিদায় নেন ইংলিশ। চামিকা করুনারত্নের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৮ রান। ব্যর্থ হন স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলও।
সতীর্থদের ব্যর্থতার দিনে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাকডারমট। ৫৩ রান করে থামেন তিনি। এরপর মার্কাস স্টয়নিসের ১৭ বলে ৩০ রানে চড়ে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে জশ হেইজলউড ও অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে বেশিদূর যেতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। শেষ দিকে বৃষ্টি বাগড়া দিলে এক ওভার খেলা হয়নি। তবে বৃষ্টি আইনেও ২০ রানে জিতেছে অসিরা।
স্বাগতিকদের হয়ে চারটি উইকেট নেন জশ হেইজলউড, তিনটি উইকেট নেন জাম্পা। আর একটি উইকেট যায় প্যাট কামিন্সের ঝুলিতে।