দল জিতেছে, রক্ত ঝরেছে মেসির পায়ে

দারুণ জয়ে কোপা আমেরিকা কাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা। তবে মেসি যে দারুণ ফুটবল খেলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু বেশ কয়েকবার কলম্বিয়ার ফুটবলারদের বাজে ট্যাকেলের শিকার হতে হয়েছে মেসিকে। যে কারণে তাঁর পায়ে রক্ত পর্যন্ত ঝরেছে। তারপরও তাঁকে দমিয়ে রাখা যায়নি। নির্ধারিত সময়ে দলের একমাত্র গোলে দারুণ অবদান রেখেছেন মেসি।
তবে ম্যাচের ৫৭ মিনিটে প্রতিপক্ষের ট্যাকেলে পড়ে পায়ে আঘাত পান মেসি। মুহূর্তে শুরু হয় রক্তক্ষরণ। পা দিয়ে রক্ত ঝরে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে গেছেন যুদ্ধ। আর জয় নিয়ে মাঠও ছাড়েন।
আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নেপথ্যে ছিলেন মেসি। প্রথমার্ধে দুর্ধর্ষ এসিস্টে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। লো সেলসোর কাছ থেকে দুর্ধর্ষ থ্রু বল পেয়ে মেসি একাই কলম্বিয়ার রক্ষণকে ভেঙে তছনছ করে দেন। তিন খেলোয়াড়কে কাটিয়ে যে পাস বাড়ান মেসি। সেখান থেকে লাউতারোর ফিনিশিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।
তবে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা কলম্বিয়া আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে ছাড়ে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দুরন্ত গোল করে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান লুইজ দিয়াজ। আগেই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে ৬০ মিনিটে ফিনিশ করেন তিনি। বাঁ পোস্টের দুরূহ কোন থেকে সমতাসূচক গোল করে যান তিনি।
দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল উপহার দেয় কলম্বিয়া। ৭২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন নিকোলাস গঞ্জালেজের পরিবর্তে নামা দিমারিয়া। খেলার নির্ধারিত সময়ের একদম শেষ সময়ে আর্জেন্টিনা পেনাল্টি বক্সের সামনেই ফ্রি কিক পেলেও মেসির স্পট কিক ওয়ালে ধাক্কা খায়।
নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হাসে আর্জেন্টিনা।