ঢাকায় ফিরেছেন টাইগারদের বোলিং কোচ

করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে সচল হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ঈদের আগেই ব্যক্তিগত অনুশীলন শুরু করে দেন কয়েকজন ক্রিকেটার। এরপর একে একে সবাই শুরু করেন অনুশীলন। এবার ঢাকায় ফিরছেন বিদেশি কোচিং স্টাফরাও। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকের পর ঢাকায় ফিরেছেন বোলিং কোচ ওটিস গিবসন।
আজ মঙ্গলবার এমিরেটসের একটি ফ্লাইটে করে সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে পা রাখেন গিবসন। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক বিভাগের কর্মকর্তা। অবশ্য আরো আগেই ফেরার কথা ছিল গিবসনের। কিন্তু দুবাইতে ফ্লাইট দেরি করায় বাংলাদেশে ফিরতে বিলম্ব হয় তাঁর।
বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর একটি হোটেলে উঠেছেন গিবসন। সেখানে উঠেছেন জাতীয় দলের বাকি দুই কোচ ডমিঙ্গো ও রায়ান কুক।
এদিকে করোনা টেস্ট শেষে আগামীকাল বুধবার থেকে আবারও মাঠে ফিরছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফর সামনে রেখে আগামী কয়েক দিন অনুশীলন করার পর ১৮ সেপ্টেম্বর হোটেলে উঠবেন তাঁরা। সবকিছু ঠিক থাকলে ২৩ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সফরের জন্য চলতি মাসের শেষের দিকে ঢাকা ছাড়ার কথা টাইগারদের।