ডেনমার্কের কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশা

উয়েফা নেশনস লিগে ডেনমার্কের সামনে হতাশা দেখল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো ফ্রান্সকে।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে গতকাল রোববার রাতে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ডেনমার্ক।
এর আগেও ডেনার্কের কাছে হেরেছিল ফ্রান্স। সেটা ছিল ফ্রান্সের ঘরের মাঠে। গত জুনে সেই দেখায় ২-১ গোলে হেরেছিল ফ্রান্স।
এদিন ম্যাচের ৩৩মিনিটে লিড পেয়ে যায় ডেনমার্ক। বাঁ দিক থেকে মিকেল ডামসগার্ডের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে গোলটি করেন কাসপের ডলবার্গ। এর কয়েক মিনিট বাদেই দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডেনমার্ক। ৩৯ মিনিটে ওই গোলটি করেন ওলসেন।
তবে এই হারে বাদ পড়েনি ফ্রান্স। অন্য ম্যাচে ফল পাওয়ায় নেশনস লিগের প্রথম স্তরে টিকে গেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।
অন্যদিকে অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে চার দলের ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্তরে নেমে গেছে অস্ট্রিয়া।
এই মুহূর্তে ৬ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। মাত্র একটি জয় পাওয়া ফ্রান্সের পয়েন্ট ৫। তারা আছে তিনে। চারে আছে অস্ট্রিয়া।