টেস্ট খেলার স্বপ্ন দেখছেন সাইফউদ্দিন

সীমিত ওভারের ক্রিকেটে জায়গা পাকা করে নিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টেস্ট ক্রিকেটে এখনো খেলা হয়নি তাঁর। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘোষিত ২৭ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন সাইফ। অনুশীলন ক্যাম্পে ফিরে জানালেন, সাদা পোশাকে খেলার স্বপ্ন দেখছেন এই ক্রিকেটার।
শ্রীলঙ্কা সফর এখনো নিশ্চিত নয়। কিন্তু নিজেদের পরিকল্পনামতোই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকদিন গ্রুপভিত্তিক অনুশীলনের পর দলীয় অনুশীলন ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সুযোগ পেয়েছেন ২৭ জন ক্রিকেটার।
শেরেবাংলায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুশীলন করছেন তাঁরা। এর মধ্যে ১০ জনকে রাখা হয়েছে সেলফ আইসোলেশনে। বাকিদের সঙ্গে অনুশীলনে এসে নিজের ইচ্ছার কথা জানালেন সাইফউদ্দিন।
অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়ার উচ্ছ্বাস নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, ছয়-সাত মাস পর দলের সঙ্গে মিরপুর মাঠে ফিরতে পেরে খুব খুশি আমি। প্রথমবার সেন্টার উইকেটে বল করতে পেরে উচ্ছ্বসিত, যেহেতু আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে (স্কিল ক্যাম্পে) ডাক পেয়েছি। খুবই আনন্দিত আমি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার এবং যতটুকু পারি শেখার।’
এরপর টেস্ট খেলার স্বপ্ন নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা, আমিও ব্যতিক্রম নই। চেষ্টা থাকবে সুযোগ পেলে ভালো কিছু করা। আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য নিজেকে ফিট করা, স্কিলের উন্নতি করা। আন্তর্জাতিক মানের ক্রিকেটে যেভাবে আধিপত্য করতে হয়, সে অনুযায়ী প্রায় ছয়-সাত মাস আমি বোলিং-ব্যাটিং সেভাবে করতে পারিনি। তারপরও যে সময়টা আছে, যদি শ্রীলঙ্কায় যাই সেখানে যে সময়টা পাব নিজেকে মেলে ধরার চেষ্টা করব।’
সাইফউদ্দিন আরো বলেন, ‘করোনার সময় আমার জন্য কিছুটা কঠিন ছিল। যেহেতু আমি নিজ জেলা ফেনীতে ছিলাম। শুধু ফিটনেসের কাজ করতে পেরেছি, কিন্তু স্কিলের দিকে অন্য প্লেয়ারদের চেয়ে অনেক পিছিয়ে গেছি। ব্যাটিংটা যতটুকু পেরেছি করেছি, কিন্তু বোলিংটা একদমই করতে পারিনি। যার কারণে গত দুদিনও বোলিং করেছি। ছন্দ পেতে আরো সময় লাগবে। কিছুটা অস্বস্তি হচ্ছে আমার। তারপরও আশাবাদী আরো কিছুদিন বোলিং করতে পারলে হয়তো আগের রূপে ফিরে আসতে পারব।’