গোল করে প্রত্যাবর্তন রাঙালেন এরিকসেন

গেল ইউরোর মঞ্চে ফুটবল ভক্তদের মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। মুহূর্তের মধ্যে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন ডেনমার্কের এ তারকা। তবে সে সব এখন অতীত। সুস্থ হয়ে জীবনে ফিরেছেন এরিকসেন। কাল ডেনমার্কের হয়ে মাঠেও ফিরেছেন তিনি। আর, ফেরার ম্যাচটি গোল করে রাঙালেন এ ড্যানিশ তারকা।
অবশ্য এরিকসেন গোল করলেও জয় পায়নি ডেনমার্ক। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুবার ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ডেনমার্ক। তবে, এরিকসেনের জন্য দিনটি বিশেষ হয়ে থাকবে। জীবনের বড় বাধা কাটিয়ে ফের মাঠে ফিরে গোল করতে পারাটাও কম কিছু নয় এ ড্যানিশ তারকার জন্য।
২০২১ সালের ১২ জুন ইউরোর দ্বিতীয় দিনের ঘটনা। ফিনল্যান্ডের বিপক্ষে সেদিন খেলা চলাকালীন হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের এরিকসেন। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তখন তড়িঘড়ি খেলা বন্ধ করা হয়। মাঠে ডাকা হয় চিকিৎসকদের। দ্রুত শুরু হয় হৃদ্স্পন্দন চালু করার কাজ। মাঠে প্রাথমিক চিকিৎসা না পেলে হয়তো সেদিন আর জীবনে ফেরা হতো না তাঁর।
এরিকসনের লুটিয়ে পড়ার মুহূর্তটুকু কাঁদিয়েছিল সারা বিশ্বের হাজারও ফুটবল ভক্তদের। ভক্তদের ভালোবাসায় জীবনে ফিরেছেন এরিকসেন। পুরোপুরি সুস্থ হয়ে এবার মাঠেও ফিরেছেন এ ড্যানিশ তারকা। ক্লাব ফুটবল দিয়ে প্রথমে খেলায় ফিরেছেন তিনি। এবার ডেনমার্কের জাতীয় দলের হয়েও মাঠে ফিরলেন মৃত্যুর মুখ থেকে ফেরার এরিকসেন।
ডাচদের বিপক্ষে গতকাল রাতে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন এরিকসেন। মাঠে নামার দুই মিনিটের মাথায় স্মরণীয় গোলটি করেন এরিকসেন। ডান দিক থেকে ওলসেনের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শটে বল জালে পাঠিয়ে গোল আদায় করে নেন তিনি।