এমবাপ্পে-গ্রিজম্যানদের সামনে অসহায় নেদারল্যান্ডস

কাতার বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙার বেদনা ভুলে প্রথমবার মাঠে নামল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নেদারল্যান্ডেসর বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইতে রীতিমতো গতির ঝলক দেখিয়ে দুর্দান্ত জয় তুলে নিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে-গ্রিজম্যানদের সামনে টিকতেই পারল না ডাচরা।
প্যারিসে গতকাল শুক্রবার(২৪ মার্চ) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ডাচদের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। দলের হয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। আর একটি করে গোল করেছেন গ্রিজম্যান ও দায়দ উপেমেকানো।
এদিন ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই লিড পেয়ে যায় ফ্রান্স। এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষের জাল খুঁজে নেন গ্রিজম্যান। অষ্টম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন উপেমেকানো।
এরপর বাকি সময় শুধু চলে ফ্রান্সেরই দাপট। ম্যাচের ২১ মিনিটে নিজের প্রথম গোল করেন এমবাপ্পে। তাতে ফ্রান্স পায় ৩-০ ব্যবধানের লিড। ম্যাচের নাগাল নিজেদের হাতে রেখে শেষ দিকে এমবাপ্পে করেন আরেকটি গোল। পিএসজি তারকার জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। ডাচদের ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি কিলিয়ান এমবাপ্পের দল। আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের রানার্সআপরা।