এবার পাকিস্তানের কাছ থেকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব

আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। অবশ্য নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফর নিশ্চিত না হলেও এরই মধ্যে বাংলাদেশকে একটি দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। আর এ সফরে একটি দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চায় পিসিবি। তবে নিরাপত্তা রিপোর্টে নির্ভর করবে পাকিস্তান সফর যাবে কি না বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি বাংলাদেশ। এটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
গত মাসেই ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম দিবারাত্রির ম্যাচ খেলে বাংলাদেশ, যা উপমহাদেশের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট ছিল।
মাত্র দুই দিন ৪৫ মিনিটে ইনিংস ব্যবধানে হেরে নিন্দিত হয়েছিলেন মুমিনুলরা। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, দর্শকদের আগাম কেনা তৃতীয় ও চতুর্থ দিনের টিকেট পর্যন্ত ফেরত দিয়েছে সিএবি। এবার করাচিতে একটি দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অবশ্য পাকিস্তান এরই মধ্যে চারটি দিবারাত্রির টেস্ট খেলে ফেলেছে। এ ছাড়া প্রায় এক দশক পর ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে সাদা পোশাকের ক্রিকেট আয়োজন করছে পিসিবি।