আইপিএলের মধ্যেই সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাইলেন কোহলি

কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশে হাথরস অঞ্চলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ১৯ বছর বয়সী এক তরুণী। ধর্ষণের পর কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণী।
এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তাই দুবাইতে আইপিএল খেলার মধ্যেই ওই ঘটনার বিচার চাইলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।
উত্তর প্রদেশের হাথরসে ধর্ষণের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হলেন কোহলি।
এ প্রসঙ্গে টুইটারে বেঙ্গালুরু অধিনায়ক লিখেছেন, ‘হাথরসে যা ঘটেছে তা অমানবিক, নিষ্ঠুরতার ঊর্ধ্বে। আশা করি, এই জঘন্য অপরাধের অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সংঘবদ্ধ ধর্ষণের পাশাপাশি তাঁর ওপর নৃশংস অত্যাচার চালায় দুষ্কৃতকারীরা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার স্থানান্তর করা হয় দিল্লির সফদর জং হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই ধর্ষণের ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেহরু হাসপাতালের চিকিৎসকরা জানান, নির্মম অত্যাচার চালানো হয়েছে ওই তরুণীর ওপর। প্রচণ্ড মারধর করা হয়েছে। শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করেছে দুষ্কৃতকারীরা। মুখমণ্ডলে একাধিক জায়গায় এবং জিভে কামড়ের গভীর ক্ষত রয়েছে। শিরদাঁড়া ও ঘাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অবশ ছিল দুই পা এবং একটি হাত। আইসিইউতে রেখে সব রকম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় দিল্লির হাসাপাতালে।