অস্ট্রেলিয়ায় ফের ইনিংস হার পাকিস্তানের

অস্ট্রেলিয়ায় পাকিস্তান জেতে না, এমন একটা আলোচনা ক্রিকেট বিশ্বে চালু রয়েছে। সেই প্রবাদ বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান। না, পারেনি তারা! আরো একবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে তারা।
গতকাল রোববার ম্যাচের তৃতীয় দিন ফলোঅনে পড়েই ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। দিনের শেষে পাকিস্তান ড্রেসিংরুমে ফিরেছিল দুই উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই দুই উইকেট হারিয়েছিল। অবশ্য চতুর্থ দিন পুরো সময় টিকতে পারল না তারা। ২৩৯ রানেই গুটিয়ে গেল পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার জয় পায় ইনিংস ও ৪৮ রানের বড় ব্যবধানে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে জয়ের অন্যতম নায়ক স্পিনার নথান লায়ন। প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ঘটিয়েছিলেন স্টার্ক, হ্যাজেলউডরা। তবে লায়ন দ্বিতীয় ইনিংসের নায়ক।
পাকিস্তানের বিরুদ্ধে এর আগে কখনো টেস্টে পাঁচ উইকেট পাননি লায়ন। সেই আক্ষেপ পূরণ করে অ্যাডিলেডে লায়ন একাই নিলেন পাঁচ উইকেট।
অ্যাডিলেডে আগে কিউরেটর হিসেবে কাজ করতেন লায়ন। নিজের চেনা পিচে প্রতিপক্ষের ইনিংসকে একাই শেষ করে দিলেন তিনি। ৩২ বছরের তারকা স্পিনারের এই শুধু অ্যাডিলেডেই ৫০টি টেস্ট উইকেট হয়ে গেল।
মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের বলেই শাহিন আফ্রিদিকে আউট করে নিজের পঞ্চম শিকার করেন লায়ন। বাকি দুই উইকেট হ্যাজেলউড তৃতীয় সেশনের শুরুতেই তুলে নেন। হ্যাজেলউডও তিন উইকেট দখল করে ফেললেন সবমিলিয়ে।
প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে ৫৮৯ তুলে ঘোষণা করে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে ৩০২ করে। তারপর দ্বিতীয় ইনিংসে এই বিপর্যয়। ওয়ার্নারের পাশাপাশি ব্যাট হাতে সফল মার্নাস লাবুশানেও। তিনিও পরপর দুটো শতরান করেন।