Beta

আপনার জিজ্ঞাসা

রোজা রেখে ক্ষতস্থানে মলম লাগানো যাবে?

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩৫২তম পর্বে রোজা রেখে ক্ষতস্থানে মলম লাগানো যাবে কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন জান্নাতুল ফেরদৌস। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : রোজা রাখা অবস্থায় শরীরের ক্ষতে মলম লাগালে রোজার কি কোনো ক্ষতি হবে?

উত্তর : সিয়াম রাখা অবস্থায় কেউ যদি শরীরের ঘা বা কোনো ক্ষতের মধ্যে মলম ব্যবহার করেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম নষ্ট হবে না বা সিয়াম মাকরুহ হবে না।

Advertisement