হজ ও উমরা
হজে যাওয়ার আগে কি চুল, দাড়ি কাটাতে হবে?

সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন অবশ্যকর্তব্য। সব সময় চর্চা করি না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজ পালনের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি এসব বিষয়ে জানা আমাদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের প্রথম পর্বে হজে যাওয়ার আগে চুল, দাড়ি ইত্যাদি কাটাতে হবে কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার চাচা হজে যাবেন। উনি নতুন যাচ্ছেন। ওনার জানার বিষয় ছিল যে, হজে যাওয়ার আগেই কি চুল, দাড়ি ইত্যাদি কাটাতে হবে নাকি ওখানে গিয়েও কাটানো যাবে?
উত্তর : না, হজে যাওয়ার আগে চুল কাটবেন না, চুল কাটার কোনো প্রয়োজন নেই, চুল হলক করবেন আল্লাহর ঘরে যাওয়ার পরে যখন উমরাহ করবেন, উমরাহ করার পরে তিনি চুল হলক করবেন। আর দাড়ি তো তিনি কাটবেনই না।
চুল, দাড়ি কাটার বিষয়টি মূলত অনেকে মনে করে থাকেন যে, হজের আগে এটাও একটা পরিচ্ছন্নতার অংশ। পরিচ্ছন্নতার অংশ হিসেবে যে সমস্ত অবাঞ্চিত লোম আছে, যেগুলো অতিরিক্ত হলে মানুষ কষ্ট পায়, মূলত সেগুলো কাটার কথা বলা হয়েছে। চুল এবং দাড়ি ছোট করা বা কাটা, এটি পরিচ্ছন্নতার অংশ নয়।