আপনার জিজ্ঞাসা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্থ ও ফজিলত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৪তম পর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্থ ও ফজিলত কী, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোহাম্মদ আলাউদ্দীন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্থ ও ফজিলত কী?
উত্তর : সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল (সা.)-এর ওপর দরুদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুক। ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, যখন সালাত ও সালামকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়, তখন এর অর্থ হয়ে থাকে আল্লাহর রহমত। আল্লাহ রব্বুল আলামিন রাসুল (সা.)-এর ওপর রহমত বর্ষণ করবেন, এ জন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করে থাকি।
এর ফজিলত হলো, যখন আপনি একবার পড়বেন আল্লাহ আপনাকে দশটি রহমত দেবে, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই বেশি বেশি করে দরুদ পড়ুন।