আপনার জিজ্ঞাসা
কাফনের কাপড় কোন দিক থেকে মোড়াতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৫তম পর্বে কাফনের কাপড় কোন দিক থেকে মোড়াতে হয়, সে বিষয়ে জয়পুরহাট থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মনিরা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : মৃত ব্যক্তিকে কাফনের সাদা কাপড় ডান দিক থেকে না বাম দিক থেকে মোড়াতে হয়?
উত্তর : কাফনের কাপড় ডান দিক থেকে মোড়ানো হলো সুন্নাহ। এ ধরনের কাজ যিনি করবেন, তিনি রাসুল (সা.) যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী করিম (সা.) যে কাজগুলো ভালো, সেগুলো ডান দিক থেকে শুরু করতেন।