জার্মানিতে ‘দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ’ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশি তরুণদের মিলনমেলা

জার্মানিতে বসবাসরত বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও খেলাধুলার চেতনা আরও সুদৃঢ় করতে একটি অনন্য উদ্যোগ নিল ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’। গত ৬ই সেপ্টেম্বর তারা ‘দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করে।
জার্মানির বিভিন্ন শহর থেকে আসা নতুন প্রজন্মের ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলো ছিল: ফ্রাঙ্কফুর্ট টাইগার্স, ম্যানহাইম বিডি টাইগার্স, এফসি জোস্ট, কোলন টাইগার্স, এফসি স্পাইসি বয়েজ এবং কিকার্স ০৬৯।
ওইদিন বেলা সাড়ে ১১টায় অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করে। দিনব্যাপী এই উৎসবে ছিল উত্তেজনা আর উদ্দীপনার ছোঁয়া।
‘উত্তেজনাপূর্ণ সব ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট টাইগার্স এবং রানার্সআপ হিসেবে উঠে আসে এফসি জোস্ট দল।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’র পক্ষ হতে চ্যাম্পিয়ন দল ফ্রাঙ্কফুর্ট টাইগার্সকে বিজয়ী ট্রফি ও ৫০০ ইউরো এবং রানার্সআপ এফসি জোস্টকে ট্রফি ও ২০০ ইউরো প্রদান করা হয়। এ ছাড়াও সকল অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালসকে স্মারক মেডেল দেওয়া হয়।
এবারের টুর্নামেন্টের কিছু বিশেষ পুরস্কার, সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন সামী কবির। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন সাউভি জাফর। প্লেয়ার অফ দা ফাইনাল: আসিফ আলাউদ্দিন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: নাভিদ জাফর, ফ্রাঙ্কফুর্ট টাইগার্স এর। আর ফেয়ার প্লে ট্রফি জিতে নেন এফসি জোস্ট দলের ফুয়াদ।
এই সফল টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন খলিলুর রহমান রতন। টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনায় ফ্রাঙ্কফুর্ট টাইগার্স ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশী কমিউনিটি জার্মানি।
এভাবেই খেলার মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করল জার্মানির বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্ম। সকলকে ও সকল অংশগ্রহণকারী দলকে ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’র আন্তরিক অভিনন্দন।