তিউনিসিয়া-লিবিয়া সীমান্তের মরুভূমিতে অভিবাসনপ্রত্যাশীরা

লিবিয়া ও তিউনিসিয়ার সীমান্তের মরুভূমি। তীব্র গরমে এই মরুভূমিতে পড়ে গেল এক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী। ঠিক সে সময়ে লিবিয়ার একটি টহল দল সেখানে পৌঁছায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই আফ্রিকানের। টহল দলের লোকেরা ওই লোককে বাঁচাতে তার মুখে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দেয়।মরুভূমিতে অসুস্থ হওয়া এই আফ্রিকান হলো সেই শত শত লোকের মধ্যে একজন অভিবাসনপ্রত্যাশী যাদের কিনা জোর করে লিবিয়ায় পাঠাচ্ছে তিউনিসিয়ার নিরাপত্তা...