শূন্য হাতে শুরু করা শাকিব এখন সফল উদ্যোক্তা

বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে শূন্য হাতে পাড়ি জমিয়েছিলেন দুবাই। চোখে ছিল স্বপ্ন, বুকভরা সাহস। সেদিন কিছুই ছিল না শাকিব উদ্দিনের হাতে—ছিল শুধু পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। দীর্ঘ সংগ্রাম আর অধ্যবসায়ের পথ পেরিয়ে আজ তিনি একজন সফল মার্কেটিং উদ্যোক্তা, যিনি গড়ে তুলেছেন মিলিয়ন ডলারের ব্যবসা।
দুবাইয়ে গিয়ে তিনি সময় নিয়েছেন নিজেকে গড়তে। বছরের পর বছর নিজে শিখেছেন ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং ও বিজনেস ব্র্যান্ডিংয়ের খুঁটিনাটি। একসময় সেই অর্জিত অভিজ্ঞতা নিয়েই প্রতিষ্ঠা করেন ‘গ্লোবাল ট্রেড’ নামের একটি আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি।
আজ এই এজেন্সির মাধ্যমেই তিনি কাজ করছেন বিশ্বের জনপ্রিয় ক্রিপ্টো এবং ট্রেডিং কোম্পানির সঙ্গে। শুধু তাই নয়, দুবাইয়ের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সঙ্গে ফ্ল্যাট বিক্রির মার্কেটিং পার্টনার হিসেবেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
শাকিব উদ্দিন বলেন, ‘শুরুর সময়টা অনেক কঠিন ছিল। কোথা থেকে শুরু করব, বুঝে উঠতে পারছিলাম না। ধৈর্য ধরেছি, শিখেছি, কাজ করেছি। ১২ বছরের বেশি সময় পেরিয়ে গেছে—এখন আমি গর্ব করে বলতে পারি, আমি একজন সফল মার্কেটার।’
বর্তমানে দুবাইপ্রবাসী এই উদ্যোক্তা হয়ে উঠেছেন হাজারো প্রবাসীর অনুপ্রেরণা। তিনি মনে করেন, গ্রামের ছেলে হয়েও বিশ্বজয় সম্ভব—শুধু প্রয়োজন পরিশ্রম, দক্ষতা আর সঠিক পথচলার মানসিকতা।