মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া আরও দুই বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে দুর্ঘটনার পর এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।
নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী (৪৬) পাসপোর্ট নং EJ0915363, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) পাসপোর্ট নং EH0730224 এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মণ্ডলের ছেলে মো. আহাদ আলী (৪২) পাসপোর্ট নং A01964104।
জানা গেছে, ভবন ধসে নিহত তিন বাংলাদেশির মরদেহ পেনাং জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া, উদ্ধার হওয়া দুজন বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দুর্ঘটনার খবরে মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর, হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও আইন সহকারী সুকুমারান সুব্রাহ্মানিয়ম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, নিহত তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন। একইসঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণের বিষয়েও কাজ করা হচ্ছে।