রিয়াদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সৌদি আরবের রিয়াদ এনটিভি সাংস্কৃতিক ফোরাম। ফোরামের প্রবাস বিনোদন পর্ব- আট- এ অংশ নেন দেশটিতে থাকা প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী, সাহিত্যিকসহ আরো অনেকে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে এবারও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি সাংস্কৃতিক ফোরাম।
বরাবরের মতো এবারও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। ফোরাম সভাপতি জুলিয়া ইসলাম লিপ্সির সভাপতিত্বে এবং আয়েশা আক্তার ইশা ও নৃত্যশিল্পী স্মৃতির সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্যবসায়ী শহীদ উল্লাহ, আমিন আহমেদ মজুমদার, ফোরামের সাধারণ সম্পাদক ইল্মিস ফাতেমা চৌধুরীসহ প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটির নেতারা।
কবিতা আবৃত্তি, নাচ, গান আর অভিনয়ে দর্শকদের মাতিয়ে রাখেন ফোরামের শিল্পীরা।
আগামীতেও এমন প্রাণবন্ত আয়োজন চান শিল্পীরা।
এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিশুশিল্পী নাশরা কিরণ বলে, ‘প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত।’
শিশুশিল্পী তন্বী বলে, ‘এনটিভিতে অনুষ্ঠান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
সবার সহযোগিতা নিয়ে এনটিভির প্রবাস বিনোদনের নিয়মিত আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
রিয়াদ এনটিভি সাংস্কৃতিক ফোরামের সম্পাদক ইল্মিস ফাতেমা চৌধুরী বলেন, ‘সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন উপহার দিতে পারি এই বিদেশের মাটিতে এ জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাব ইনশা আল্লাহ।’
রিয়াদ এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি জুলিয়া ইসলাম লিপ্সি বলেন, ‘ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব বলে আশা করছি।’
অনুষ্ঠানে এনটিভি সম্পর্কিত বক্তব্যে বিজয়ী তিন নারী বক্তাকে স্বর্ণ পদক দেওয়ার ঘোষণা দেয় এনটিভি সাংস্কৃতিক ফোরাম।