Beta

স্পেনে ‘প্রবাসের ডাক’ পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান

২৮ জুন ২০১৮, ১১:৩৯

হোসাইন ইকবাল,স্পেন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাটাউনে ‘প্রবাসের ডাক’ পত্রিকার প্রকাশনা ও মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাটাউন কমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতা ও বাঙালি প্রবাসীদের উপস্থিতিতে গত সোমবার এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্পেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হারুন-অল-রশিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ মান-মর্যাদা, কৃষ্টি-কালচার ও একটুকরো বাংলাদেশ গড়ে তুলতে সংবাদপত্র ও সাংবাদিকতা গঠনমূলক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ‘প্রবাসের ডাক’ পত্রিকার সম্পাদক সেলিম আলম এবং    সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক কবি ফখরুদ্দীন রাজীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রধান আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ও সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। এ ছাড়া আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোজ্জাকির আহমেদ, উপদেষ্টা দবির তালুকদার, উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু, সভাপতি লুৎফুর রহমান গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ভুইয়া বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, প্রবাসের ডাকের প্রধান সম্পাদক বকুল খান, নির্বাহী সম্পাদক জাহিদুল আলম মাসুদ, সালাম পত্রিকার সম্পাদক নুরুল আলম, সাংবাদিক জাফরুল ইসলাম, তারেক হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক, গ্রেটার সিলেটের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, তরুণ সংগঠক শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগান, আবুল হাসেম মেম্বার, ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন, গ্রেটার ঢাকার সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ ও জামাল তালুকদার উপস্থিত ছিলেন।

Advertisement