প্রবাসে ঈদ
ফিনল্যান্ডে আমি যে শহরে পড়তে এসেছি, সেই তুরকু শহরে মধ্য প্রাচ্যের অনেক লোকজনের বসবাস। ঈদের নামাজের আয়োজন তারাই করে থাকে ইনডোর স্টেডিয়ামে। সকালে ওই সময়ে ক্লাস না থাকলে নামাজ পড়েই ইউনিভার্সিটিতে দৌড়। ক্লাসের ফাঁকে বাকি দিনটা কেটে যায় ফেসবুকের পাতায় কিংবা দেশে কথা বলে। যদি ভাগ্যক্রমে ঈদ ছুটির দিনে পড়ে যায় তাহলে হয়তো ভালো কিছু রান্না করা কিংবা কোনো বড় ভাইয়ের বাসায় গেট টুগেদার। এভাবেই কাটে ঈদ। হেলসিঙ্কিতে অনেক বাঙালির বসবাস , সেখানে বাঙালিরাই নিজেদের ঈদের নামাজের আয়োজন করে। প্রবাসের ঈদ এক বিষণ্ণতার নাম, ঈদের আনন্দ এখানে ম্লান। বাবা-মা, বন্ধু, স্বজন সবাইকে ছেড়ে কি ঈদ হয়। প্রবাসী এক ভাই বলছিল, এখানে সুখ আছে কিন্তু শান্তি নাই।
স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পাড়ি তোমার...
গানটি সত্য হলে হয়তো আমার চেয়ে আর কে বেশি খুশি হতো কিন্তু আজ আমিও তাদের একজন যাদের স্বপ্ন কেঁদে ফেরে সাত সমুদ্র তের নদীর ওপারে।
লেখক : শিক্ষার্থী, বায়োমেডিক্যাল ইমেজিং, অবো একাডেমি ইউনিভার্সিটি, তুরকু, ফিনল্যান্ড।