সিডনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব উইমেন অব অস্ট্রেলিয়া।
গতকাল শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে অস্ট্রেলিয়ায় বসবাসরত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যাংকস টাউনে করা হয় জাঁকজমকপূর্ণ আয়োজন। সেখানে তাঁদের দেওয়া হয় সংবর্ধনা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়ান ইয়াসার জামান৷ পরে শুরু হয় কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফাহাদ আসমারের কণ্ঠে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতা দিয়ে শুরু হয় কবিতাপাঠ পর্ব। পরে পরিবেশন করা হয় স্বাধীনতার গান ও নৃত্য৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবিতাপাঠ করেন পলি ফরহাদ, ফাহাদ আসমার, শহীদুল ইসলাম বাদল। গান পরিবেশন করেন সাদিয়া জাহিদ, নিলুফা ইয়াসমিন প্রমুখ৷
ড. অরুপ রতন চৌধুরীর ছেলে সপ্তক চৌধুরীর প্রতিষ্ঠান ‘সপ্তক হোমস’ এতে পৃষ্ঠপোষকতা করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন—কনস্যুলেট জেনারেল মাসুদুর রহমান, অ্যাবোরজিনাল নেতা ফিল দত্তি, পার্লামেন্ট সংসদ ও মন্ত্রী ডেভিড কোলম্যান এবং আয়োজক কাউন্সিলর সাজেদা আক্তার৷ উপস্থিত ছিলেন সিডনিতে সামাজিক অনুষ্ঠানের আয়োজক ও সংগঠক সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু৷
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার অনুষ্ঠানে সাংবাদিক আবদুল মতিন বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের জমকালো এ আয়োজন দেখে খুব ভালো লাগছে৷’
পরে আয়োজকদের ধন্যবাদ জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক খান। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন মাইলফলক হয়ে থাকবে।’
পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন আয়োজক মোহাম্মাদ জামান।