একই দিনে দেশের সিনেমা হলে দুই ভূতের সিনেমা

হরর সিনেমার প্রতি আগ্রহ এখন এক নতুন শিখরে। এক দশক আগেও যা ছিল অবহেলিত ঘরানা, এখন তা হলিউডের সবচেয়ে জমজমাট বাজার। মার্কিন সংস্থা কমস্কোরের তথ্য বলছে, ২০২৫ সালে উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে—যেখানে ২০১৫ সালে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।কোভিড-পরবর্তী মানসিক চাপ, প্রযুক্তির ভয়ের প্রতিফলন কিংবা সমাজের গভীরে থাকা বর্ণবাদ—সবকিছু মিলে হরর ঘরানাকে দিয়েছে নতুন এক বাস্তবতার...