কিংবদন্তি শিল্পী জনি ক্লেগ আর নেই

Looks like you've blocked notifications!
আফ্রিকার কিংবদন্তি শিল্পী জনি ক্লেগ মারা গেছেন। ছবি : সংগৃহীত

কর্কট রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শিল্পী জনি ক্লেগ মারা গেছেন। আফ্রিকার ঐতিহ্যবাহী ‘জুলু’ গানের জন্য বিখ্যাত ছিলেন তিনি।

জনির মৃত্যুর খবর সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনকে নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক রোডি কুইন। গতকাল মঙ্গলবার মারা যান জনি। কুইন বলেন, ‘ক্যানসারের সঙ্গে সাড়ে চার বছর যুদ্ধের পর মঙ্গলবার বিকেলে মারা গেছেন জনি।’

‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, জনি ক্লেগ আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারে দীর্ঘদিন ভোগার পর ১৬ জুলাই ২০১৯ বিকেলে জোহানেসবার্গের বাসভবনে পরিবারের উপস্থিতিতে মারা যান তিনি,’ বিবৃতিতে বলেন কুইন।

জনি ক্লেগের মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণ আফ্রিকায়।

জনি ক্লেগ সুপরিচিত ছিলেন ‘সাদা জুলু’ নামে। নিজের ভাষা, সংস্কৃতি, জুলু নাচকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন জনি। ২০১৫ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। এর পরেও বিশ্বজুড়ে ভ্রমণ আর কনসার্ট করে বেরিয়েছেন এ সংগীত তারকা। সূত্র : ইন্ডিয়া টিভি