জলবায়ুজনিত আর্থিক ক্ষতি বার্ষিক ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার

‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো অষ্টম ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম (এফআইএফ) ২০২৫’। এই আয়োজনের উদ্বোধনী বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, জলবায়ুজনিত আর্থিক ক্ষতির পরিমাণ বার্ষিক ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যার সবচেয়ে বড় বোঝা বহন করছে 'গ্লোবাল সাউথ'-এর পিছিয়ে পড়া জনগোষ্ঠী।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় ব্র্যাকের সাভারের সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এবারের আয়োজনের মূল লক্ষ্য হলো গ্লোবাল সাউথ-এ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রেক্ষাপটভিত্তিক এবং বাস্তবভিত্তিক সমাধান তুলে ধরা।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের মহাসচিব এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা জলবায়ু হুমকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারছে না। তিনি উল্লেখ করেন, উন্নয়নশীল দেশগুলো উচ্চ ঋণমূল্যের কারণে পরিষ্কার জ্বালানি ও টেকসই অবকাঠামোয় বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোজনের প্রয়োজনীয়তা ব্যাপক হলেও অর্থায়নের সুযোগ অত্যন্ত সীমিত উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, অভিযোজন অর্থায়নকে একটি জরুরি বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।