মিশরীয় রাষ্ট্রদূতের সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার মিশরীয় দূতাবাসের রাষ্ট্রদূত ওমর ফাহমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ সোমবার (৫ মে) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, সাংস্কৃতিক এবং গবেষণা কার্যক্রমে যৌথ অংশগ্রহণ ও বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাতের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মিশরীয় রাষ্ট্রদূত ওমর ফাহমীকে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয় ডায়েরি’ এবং ত্রৈমাসিক ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’-র কপি হস্তান্তর করেন।
উভয়পক্ষ ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।