টাঙ্গাইলে ২৬০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি
০১ জুন ২০১৬, ১৩:৪১ | আপডেট: ০১ জুন ২০১৬, ১৩:৪২

টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ২৬০ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। প্রতি শিক্ষার্থীকে দেওয়া হয় ছয় হাজার টাকা করে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দ মুখার্জি।
সংস্থার সহসভাপতি আব্দুর রউফ খানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএসএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফি উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান।
এসএসএস ১৯৯৪ সাল থেকে সমাজে পিছিয়ে পড়া গরিব মেধাবী ছেলেমেয়েদের মাঝে বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে আসছে।