যুক্তরাষ্ট্রের হামফ্রে ফেলোশিপ আবেদনের আহ্বান, মাসিক ভাতাসহ নানা সুযোগ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে হিউবার্ট এইচ হামফ্রে (এইচএইচএইচ) ফেলোশিপ কর্মসূচির জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। ৯ মাসের এ কর্মসূচিতে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সরকারি ও বেসরকারি খাতে পেশাজীবীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
ঢাকার আমেরিকান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামফ্রে কর্মসূচি প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট এইচ হামফ্রের স্মৃতি ও কৃতিত্বের প্রতি সম্মান জানাতে ১৯৭৮ সাল থেকে চালু করা হয়। হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ কর্মসূচি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কার্যক্রম। এর মাধ্যমে মেধাবী তরুণ ও মধ্য পর্যায়ের পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে ডিগ্রিবিহীন এক বছরের স্নাতক স্তরের শিক্ষা গ্রহণ, নেতৃত্বের উন্নয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।
এই কর্মসূচি ভবিষ্যতের নেতৃত্ব ও নীতি-নির্ধারকদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিত করার মাধ্যমে আমেরিকানদের সঙ্গে বিদেশি পেশাজীবীদের একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে।
ফেলোশিপের জন্য নির্ধারিত বিষয়/খাতসমূহ –
মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা
অর্থনৈতিক উন্নয়ন
ফিন্যান্স ও ব্যাংকিং
জননীতি বিশ্লেষণ ও জনপ্রশাসন
প্রযুক্তি নীতি ও ব্যবস্থাপনা
অধিকার ও স্বাধীনতা
যোগাযোগ ও সাংবাদিকতা
আইন ও মানবাধিকার
টেকসই ভূমি
কৃষি ও পল্লী উন্নয়ন
প্রাকৃতিক সম্পদ, পরিবেশগত নীতি ও জলবায়ু পরিবর্তন
নগর ও আঞ্চলিক পরিকল্পনা
সমৃদ্ধিশালী সম্প্রদায়
শিক্ষা প্রশাসন, পরিকল্পনা ও নীতি
জনস্বাস্থ্য নীতি ও ব্যবস্থাপনা
পদার্থ অপব্যবহারের শিক্ষা, চিকিৎসা এবং প্রতিরোধ
মাদকের অপব্যবহার বিষয়ক শিক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ
আবেদন প্রক্রিয়া
হামফ্রে ফেলোশিপ কর্মসূচির জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে।
হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের আবেদনপত্র ব্যবহারের অনুমতি পেতে একজন আবেদনকারীকে অবশ্যই প্রথমে একটি আইআইই (IIE) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদনকারীকে আবেদনপত্র পূরণের সব নির্দেশনা মনোযোগ দিয়ে পড়তে হবে।
ফেলোশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে dhakausexchanges@state.gov ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ১৫ জুলাই ২০২৪। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
ফেলোশিপের বিস্তারিত আবেদন পদ্ধতিসহ আরও তথ্যের জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আগ্রহীরা।