প্রশাসনের লোকেরা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রিয় ময়মনসিংহবাসী—যখন খুনি হাসিনা আমাদের ওপর গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মধ্যে ওয়াক আউট করেছিলাম? শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, শহীদ এবং আহতদের স্মরণে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি—তখন একটি দল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে।
আজ সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে শহীদ মিনার চত্বরে পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আপনারা এসেছেন আমরা স্বাগত জানিয়েছি। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াক আউট করতে পারেন না মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। প্রশাসনের যারা বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে চলছেন এবং বর্তমানে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, প্রশাসনের লোকেরা বর্তমানে রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যস্ত, চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত।
প্রশাসনের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এসব চেয়ারে বসেছেন তাদের সাথে বেঈমানি করলে ময়মনসিংহের ছাত্র-জনতা আপনাদের চেয়ার রাখবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে আমাদের একটি প্রতিশ্রুতি ছিল। তারা সুচিকিৎসা পাবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমাদের সামনে এখন একটি লক্ষ্য, পুরো বাংলাদেশের সংস্কার।
এ সময় ‘এই মুহূর্তে দরকার—বিচার আর সংস্কার’ স্লোগান দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী তাঁর বামে ও ডানে থাকা নাহিদ ও হাসনাতের হাত উঁচু করে ধরে বলেন, এই দুটো হাতকে আপনারা শক্তিশালী করুন। এরা দুজন কখনও আপনাদের ছেড়ে যাবে না। এরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটি আমরা করতে চেয়েছিলাম। কিন্তু এটাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। এনসিপি প্রথম ১৫ দিন কোনো বাধা ছাড়াই সারা দেশে পদযাত্রা করেছে। এটি আওয়ামী লীগের সহ্য হয়নি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা পদযাত্রা উপলক্ষে প্রতিটি জেলায় গিয়ে অনেক ভালোবাসা পাচ্ছি। বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহ অঞ্চলের মানুষ অনেক বঞ্চিত ছিল। আমরা যে বিচার ও সংস্কারের দাবি নিয়ে সামনে এগোচ্ছি, আশা করি আপনাদের আমরা সঙ্গে পাব।
ডা. তাসনিম জারা আরও বলেন, যে শহীদরা ফ্যাসিস্টের বিরুদ্ধে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল আমরা যাতে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমরা যাতে শুধু পট পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকি। প্রকৃতপক্ষে যাতে সংস্কার হয়, আর দেশটা যাতে সব নাগরিকের সমান অধিকারের পরিপূর্ণ হয়—সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেজন্য আমাদের দরকার একটি নতুন সংবিধান।
ডা. তাসনিম জারা আরও বলেন, যে সংবিধান কোন ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কাজ করে সে সংবিধানে আমরা আর ফেরত যাব না। এজন্য আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ জেলার প্রধান সমন্বয়কারী জাভেদ রাসিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক আবুল বাশার, ইকরাম এলাহী খান, এ টি এম মাহবুবুল আলম, আশিকুর রহমান প্রমুখ।