ভারি বৃষ্টিপাতে বরিশালে জনভোগান্তি চরমে

বরিশালে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-চার দিন বৃষ্টি অব্যাহত থাকবে, তবে এর মাত্রা কিছুটা কমবে।
গতকাল রোববার ২৪ ঘণ্টায় বরিশালে ২৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অথচ আজ সোমবার বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।
সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই, তবে নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। ১ নম্বর সংকেতে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে, তাই সকাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল যথারীতি অব্যাহত রয়েছে।
তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে হালকা বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। এতে তাদের আয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।