সাগরের নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিনে দুর্ভোগ
সাগরের নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। গত তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
জানা যায়, নৌযান চলাচল বন্ধ থাকায় বিশেষ করে তরি-তরকারি এবং শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ফুট বেড়ে যাওয়ায় দ্বীপের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, স্থায়ী বাঁধ না থাকায় লোকালয়ে পানি ঢুকে পড়ছে এবং এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
দ্বীপের বাসিন্দারা দ্বীপটিকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য চারপাশে জিও ব্যাগসহ শক্ত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, ঢেউয়ের আঘাতে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে দ্বীপটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দ্বীপবাসীর জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। ৩০০ প্যাকেট খাবার শিগগিরই পাঠানো হবে এবং নৌবাহিনী সহযোগিতা করবে।
বিস্তারিত ভিডিওতে…